• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘টাইগার থ্রি’ রিলিজের সময় জানাল যশরাজ ফিল্মস


তপন বকসি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৭:৪৯ পিএম
‘টাইগার থ্রি’ রিলিজের সময় জানাল যশরাজ ফিল্মস

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ রিলিজের সময় পরিবর্তন করেছে বলিউডের বিখ্যাত প্রযোজনা ও ডিসট্রিবিউশন সংস্থা যশরাজ ফিল্মস। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি আগামীর বছরের দিওয়ালিতে রিলিজ হবে, যা এপ্রিলে হওয়ার কথা ছিল।

টাইগার থ্রি ছবিতে সালমান খান অভিনয় করেছেন সিং রাঠোর বা টাইগারের চরিত্রে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর এজেন্টের চরিত্রে।

সালমান ক্যাটরিনা অভিনীত টাইগার থ্রির আউটডোর শুটিং হয়েছে তুরস্ক, রাশিয়া, অস্ট্রিয়ার মতো বেশ কয়েকটি দেশে।

মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাশমি। এটি মূলত ‘টাইগার’ সিরিজেরই ফ্র্যাঞ্চাইজি বা সিকুয়েল। ২০১২ সালে টাইগার সিরিজের প্রথম ছবি ‘এক থা টাইগার’ রিলিজ হয়েছিল। পরিচালনা করেছিলেন কবীর খান। রিলিজের পর বক্স অফিসে ঝড় তুলে এই ছবিটি তুমুল ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল।

এরপর ২০১৭ সালে এই সিরিজের দ্বিতীয় পর্ব ‘টাইগার জিন্দা হ্যায়’ রিলিজ হয়। সেই পর্বে পরিচালক ছিলেন আলি আব্বাস জাফর। যিনি পরে সালমান খানকে নিয়ে ‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন।

টাইগার সিরিজের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও মুখ্য চরিত্রে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিলেন। আলি আব্বাস জাফরের দ্বিতীয় পর্বের এই পরিচালনাও বক্স-অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। টাইগার সিরিজের সর্বাধুনিক পর্ব ‘টাইগার থ্রি’-তেও অভিনয় করেছেন সালমান-ক্যাটরিনা।

‘টাইগার থ্রি’ ছাড়াও এই মুহূর্তে সালমানের ছবি হিসেবে এই বড়দিনে রিলিজ করতে চলেছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। বড়দিনে রিলিজ হতে যাওয়া সালমানের এই নতুন ছবিতে তার বিপরীতে নায়িকা হয়েছেন পূজা হেগড়ে। এ ছাড়াও রয়েছেন, ভেঙ্কটেশ ডগগুবতি, শেহনাজ গিল এবং পলক তিওয়ারির মতো অভিনেতারা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!