ছেলের ছবি প্রকাশ করলেন কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ১২:২৫ পিএম
ছেলের ছবি প্রকাশ করলেন কাজল

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল আগরওয়াল। ছেলে দেখতে কেমন, তা নিয়ে আগ্রহ ছিল কাজল ভক্তদের। অবশেষে ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী।

দক্ষিণি অভিনেত্রী কাজল আগরওয়াল কিছুদিন আগেই মা হয়েছেন। জন্ম দিয়েছেন পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন নীল। এত দিন সন্তানকে নিয়ে প্রচারমাধ্যমের সামনে হাজির হননি এই অভিনেত্রী। তাই ছেলে কেমন দেখতে, তা নিয়ে আগ্রহী ছিলেন অনেকেই। অবশেষে সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গেল ‘সিংহাম’ ছবির অভিনেত্রীকে।

মুম্বাই বিমানবন্দরে কাজলকে দেখা গেল স্বামী গৌতম কিচলু ও পুত্র নীলের সঙ্গে। ছোটদের ঠেলাগাড়িতে করে ছেলেকে নিয়ে হাঁটতে দেখা যায় এই অভিনেত্রীকে। পাশে গৌতমের পরনে ছিল মেরুন রঙের ঢিলেঢালা ফতুয়া। হাসি মুখেই ক্যামেরার সামনে ধরা দেন তিনজন।

মা হওয়ার কয়েক মাসের মাথাতেই অভিনয়ে ফিরেছেন কাজল। কমল হাসনের বিপরীতে ‘ইন্ডিয়ান টু’ ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি অতিরিক্ত ওজন ঝরাতে শরীরচর্চা করতেও দেখা যায় তাকে। ২০২০ সালে শুটিং শুরু হলেও বিভিন্ন কারণে বন্ধ ছিল ছবির কাজ। চলতি বছরে ফের শুরু হয়েছে শুটিং।

সূত্র: আনন্দবাজার

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!