অভিনয়ের রজতজয়ন্তী বর্ষে পৌঁছে রানি মুখোপাধ্যায় লেখক হলেন। আগামী বছরের ২১ মার্চ, নিজের ৪৬তম জন্মদিনে আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন তিনি। রানি মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশ করছে বিখ্যাত প্রকাশনা সংস্থা হারপার কলিনস ইন্ডিয়া।
নিজের লেখা আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগে রানি মুখোপাধ্যায় জানিয়েছেন, “ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরভাবে ২৫টি বছর কাটিয়ে দেওয়ার মধ্যে আমি কখনো সিনেমা অভিনয়ের যাত্রাপথে আমার জীবন নিয়ে এত আন্তরিকভাবে কোনো কথা এর আগে বলিনি। সিনেমায় মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কাটাছেঁড়া চলে। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অভিনেত্রী হিসেবে, আমার অভিনয়ের ক্যারিয়ারে ব্যক্তিগত জীবনের অনেক কাটাছেঁড়া ও মানসিক ক্লেশের কারণ অনুসন্ধান করেছি এই বইতে। পঁচিশ বছরের ব্যস্ত অভিনয় জীবনে আমি কখনো আমার ফেলে আসা জীবনের এই সব ঘটনা নিয়ে আত্মদর্শী হওয়ার সুযোগ পাইনি। আমার এই স্মৃতিকথা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার জীবনের মুখোমুখি হওয়া অনেক ঘটনাবলির স্মৃতিচারণা বলতে পারেন। আমার যে ভক্তেরা আমাকে ভালোবেসে এসেছেন, আর যারা আমাকে এতগুলো বছর ধরে সীমাহীন ভালোবাসা আর তাদেরই ভালোবাসার একজন করে ধরে রেখেছেন, আমার এই স্মৃতিকথা তাদের প্রত্যেকের জন্য। আগামী বছর আমার জন্মদিনে প্রকাশিত হতে চলা এই আত্মজীবনীর ব্যাপারে তাদের প্রত্যেকের প্রতিক্রিয়ার জন্য আমি তাকিয়ে আছি। যে প্রতিক্রিয়া আশা করি আমার জন্মদিনকে আরও বিশেষ করে তুলবে।”
হারপার কলিন্স ইন্ডিয়ার সিনিয়র কমিশনিং এডিটর বাসরা আহমেদ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের মতো আরও যারা নতুন সহস্রাব্দে বড় হয়েছেন, তাদের কাছে রানি মুখোপাধ্যায় একজন আদর্শ অভিনেত্রী। একজন অনস্বীকার্য ও আদর্শ অভিনেত্রী হিসেবে রানি মুখার্জি একাধারে সুন্দরী, প্রাঞ্জল এবং ব্যতিক্রমী একটি নাম। হিন্দি সিনেমায় তিনি যে সময়ে পর্দা কাঁপিয়ে বেড়িয়েছেন, সেই সময় তারকাদের খ্যাতি ও দ্যুতিকে বাড়িয়ে দেওয়ার জন্য কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। রানি মুখোপাধ্যায় তার সমস্ত চরিত্র চিত্রণে ব্যক্তিত্বময়ী নারী চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। আমাদের আশা, রানি মুখোপাধ্যায়ের এই স্মৃতিকথা তার পাঠকদের কাছে এক উদযাপন হয়ে উঠবে। প্রকাশক হিসেবে রানি মুখোপাধ্যায়ের স্মৃতিকথা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।”
































