• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘অপারেশন সুন্দরবন’ দেখে আবেগে ভাসলেন দর্শনা বণিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:৩৭ এএম
‘অপারেশন সুন্দরবন’ দেখে আবেগে ভাসলেন দর্শনা বণিক

বাংলা সিনেমার সুবাতাসের ভিড়ে আগামী  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ নামের আরেকটি সিনেমা।

মুক্তির আগে এই সিনেমার কলাকুশলীরা প্রচারণার অংশ হিসেবে ঘুরছেন বিভিন্ন জায়গায়। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিনেপ্লেক্সে সেখানে সিনেমাটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক।

সিনেমা দেখা শেষে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তিনি আবেগকে সঙ্গী করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘একটি সিনেমার প্রিমিয়ারে এত স্বনামধন্য মানুষ, এত সাংবাদিক দেখে অভিভূত আমি। একটি সিনেমার জন্য এই বিশাল আয়োজন দেখে ইমোশনাল হয়ে পড়েছি আমি। সার্বিকভাবে সিনেমাটি খুবই ভালো হয়েছে।’’

‘অপারেশন সুন্দরবন’-এর প্রিমিয়ার শোতে অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় র‍্যাবের সুন্দরবনের বিভিন্ন অভিযানের ছবি উঠে এসেছে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতেন না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র‍্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’।

র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!