• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার বলিউড কাঁপাবেন চঞ্চল চৌধুরী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৭:৪২ পিএম
এবার বলিউড কাঁপাবেন চঞ্চল চৌধুরী!

ওয়েব সিরিজ ‘কারাগার’ মুক্তির পরই চঞ্চল চৌধুরীর অভিনয় সাড়া ফেলেছে মিডিয়া পাড়ায়। চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ বেশিরভাগ দর্শক ও সমালোচক। তবে শুধু দেশেই নয়, এবার তার অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে বলিউডেও।

‘কারাগার’ দেখে মুগ্ধ হয়ে এই গুণী শিল্পীকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন হুজেইফা কাপাডিয়া। ওটিটি প্লাটফর্ম ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি।

চঞ্চল চৌধুরীর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, “তিনি (চঞ্চল) সত্যিকার অর্থেই একজন গুণী শিল্পী। তার অভিব্যক্তি প্রকাশের দক্ষতা চোখে পড়ার মতো।”
চঞ্চল চৌধুরীকে নিয়ে বড় কিছু করতে চান হুজেইফা। এমন ইঙ্গিতিই পাওয়া গেছে তার ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, “খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে। চলুন বড় কিছু করি। অদূর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা।”

বড় কিছু করার ইঙ্গিত হিসেবে তিনি আরও লিখেছেন, “যাইহোক, মুন্না ভাই হয়তো আপনাকেই খুঁজছেন। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বাংলাদেশের সুপারস্টার আপনি, আপনার জন্য অশেষ ভালোবাসা।”

২০০৩ সালের সুপারহিট সিনেমা বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’। এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমার ২য় পর্ব ‍‍`লাগে রাহো মুন্নাভাইও‍‍` বেশ সাড়া জাগায়।

এবার মুন্নাভাইয়ের ৩য় পর্বে চঞ্চল চৌধুরীকে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে ভক্ত সমাজের মধ্যে। ডিজনি+হটস্টারের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে তার।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!