জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। পর্দায় ভিন্ন ভিন্ন লুক ও অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন তিনি। তবে এবার ক্যামেরায় ধরা দিলেন একেবারে অন্য রূপে।
ঝলমলে ধূসর পোশাক। তির্যক ভঙ্গিতে সিংহাসনে বসে আসেন তিনি। চোয়ালের রেখায় বিরক্তির সঙ্গে মিশে রয়েছে আক্রোশ। এ যেন নতুন এক নওয়াজুদ্দিন সিদ্দিকী। নারীর বেশে বসে থাকা নওয়াজের এই ভাইরাল ছবিটি তার আগামী ছবি ‘হাড্ডি’-র ঝলক।
সম্প্রতি প্রকাশিত এই সিনেমার টিজারে তাকে নারী চরিত্রে দেখা গেছে। কাজেই স্বাভাবিকভাবে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে।‘হাড্ডি’ আসলে প্রতিশোধভিত্তিক গল্পের ছবি। দর্শকের আগ্রহ বাড়িয়ে তুলেছেন ‘নারী’-রূপী নওয়াজ।
মঙ্গলবার (২৩ আগস্ট) নির্মাতারা ফার্স্ট লুক প্রকাশ্যে আনতেই হইচই পড়ে গেছে এই ছবি নিয়ে। অক্ষত অজয় শর্মা পরিচালিত ছবিটির শ্যুটিং সদ্যই শুরু হয়েছে। মুক্তি পাবে ২০২৩ সালে। বলিউডের জি স্টুডিও এবং অনিন্দিতা স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে `হাড্ডি`।

নওয়াজুদ্দিন এই ছবিতে তার চরিত্র সম্পর্কে বলেছেন, “আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে ‘হাড্ডি’ সম্পূর্ণ আলাদা। বিশেষ চরিত্র হতে চলেছি। এমন চেহারায় এমন ভূমিকায় আমাকে আগে কেউ দেখেনি। অভিনেতা হিসেবেও আমার উত্তরণ হবে।”
নওয়াজুদ্দিনকে শেষবার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপান্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা


































