• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

এফডিসি থেকে চুরি হলো অভিনেত্রীর ব্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ১২:১৪ পিএম
এফডিসি থেকে চুরি হলো অভিনেত্রীর ব্যাগ

বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। বাংলাদেশি টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সেই সঙ্গে তিনি একজন সফল টেলিভিশন নাটকের পরিচালক।

তবে গুণী এই শিল্পীর ব্যাগ চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে জানিয়েছেন অরুণা বিশ্বাস নিজেই। 

এ ঘটনার পর অভিনেত্রী অরুণা বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট শেয়র করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, “চুরি হয়ে গেল ব্যাগ এফ.ডি.সির ভিতর থেকে, সব ছিলো ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন, কারা এ কাজগুলো করেন। প্লিজ সাহায্য করেন।”

অভিনেত্রী জানান, ব্যাগের ভেতরে প্রয়োজনী অনেক কিছুই ছিল। তার মধ্যে আইফেন ১১, স্যামস্যাং এ ৭৫, ন্যাশনাল আইডি কার্ড, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ প্রয়োজনীয় সব জিনিস।

১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ অরুণা বিশ্বাসের। আগের বছর বিটিভির নিজস্ব নাটক ‘এখানে জীবন’–এ অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেন তিনি। অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ-আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।
 

Link copied!