• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২,

বিয়ের আগেই মা হতে চান সুশান্তের প্রাক্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৩৯ পিএম
বিয়ের আগেই মা হতে চান সুশান্তের প্রাক্তন

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বরাবরই স্পষ্টভাষী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি ও সামাজিক ঝড় সামলে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সংবেদনশীল বিষয় নিয়েও তিনি কখনো রাখঢাক করেন না। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—মাতৃত্ব ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পডকাস্টে রিয়া জানালেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো বা মাথাব্যথা নেই। তবে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত এবং ভবিষ্যৎ মাতৃত্ব নিশ্চিত করতে ৩৩ বছর বয়সেই ‘এগ ফ্রিজিং’ বা ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিজের পডকাস্টে রিয়া বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের পরামর্শ নিতে গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

মন বনাম শরীরের দ্বন্দ্ব মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথাও তুলে ধরেন রিয়া। তিনি বলেন, “আমাদের শরীরের ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক কখনো কখনো আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনো বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?”

বিয়ে নিয়ে ভাবনা সমাজ নারীদের বিয়ের বয়সের সময়সীমা বেঁধে দিলেও রিয়া তাতে বিশ্বাসী নন। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’ তার কাছে এখন বিয়ের চেয়ে মাতৃত্বের প্রস্তুতি নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

পরামর্শ ও সতর্কতা এগ ফ্রিজিং প্রক্রিয়াটি যে শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন রিয়া। তার পরামর্শ, যদি কোনো নারী এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, ২০০৯ সালে এমটিভি ভিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন রিয়া। পরবর্তীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের জেরে দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে সেই কঠিন সময় পার করে এখন জীবনের নতুন অধ্যায়ে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

Link copied!