• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২,

‘অন্যের সংসার ভাঙছি না’, বললেন শাকিব খানের সহ-অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৫১ পিএম
‘অন্যের সংসার ভাঙছি না’, বললেন শাকিব খানের সহ-অভিনেত্রী

কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেকেরই জানা। তারপর সেই জল গড়িয়েছে বহুদূর। আইনি পদক্ষেপ নিয়েছিলেন রিয়া। স্বামীর নামে পরকীয়ার অভিযোগ।

প্রকাশ্যে কান্নাকাটিও করতে দেখা গিয়েছিল তাকে। যদিও বছর শেষ হওয়ার আগে স্বামীকে কাছে টেনে নিলেন রিয়া। নিজের ভুল স্বীকার করলেন অভিনেত্রী।

স্বামীর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করা ঠিক হয়নি বলেও মেনে নেন রিয়া।

তার কথায়, ‘যেটা আমরা চার দেয়ালের ভেতরে মিটিয়ে নিতে পারতাম, সেটাকে লোকের সামনে নিয়ে আসি। একে অপরকে অসম্মান করেছি। যদিও এসবের ভুলের দায়ভার আমি নিচ্ছি।
 
‘সেই কারণে আমাদের মাঝের ফাঁকা জায়গার অন্য মানুষ সুযোগ নিয়েছে। আমি অনেক ভুল করেছি তার পরেও আমার শ্বশুরবাড়ির মানুষেরা বুকে টেনে নিয়েছে।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি ও অরিন্দম দুজনই আহত। এ রকম একটা সময়ে স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং আমরা একে অপরের ঘা শুকোতে সাহায্য করব। আর অরিন্দম বরাবরই সংসার করতেই চেয়েছিল। মানুষ মাত্রেই ভুল হয়, তবে সেটা শুধরে নিতে হয়। আমার যেমন সব ভালো নয়, তেমনই আমার স্বামীর সব ভালো তা নয়।’

অন্যের সংসার ভাঙছি না, নিজের স্বামীর সঙ্গেই থাকছি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সে তার ভুল বুঝতে পেরেছে। তার মনে হয়েছে, পরিবারটাই সবার আগে। সেই জন্যই একে অপরের দিকে এগিয়ে আসি। আমি অন্য কারো সংসার ভাঙছি না। নিজের স্বামীর সঙ্গেই থাকছি। আমার স্বামীও অন্য কোনো নারীকে বাড়িতে তোলেনি। দুজনই সংসারটা করতে চাই বলেই সম্ভব।’

রিয়া গাঙ্গুলি বরবাদ চলচ্চিত্রে শাকিব খানের প্রেমিকার নীতুর বোন মিতুর চরিত্রে অভিনয় করেছিলেন।

Link copied!