পাবনার ঈশ্বরদীতে বস্তাবন্দি আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনার পর দেশের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছানাগুলো হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই মা কুকুরটি খাদ্য গ্রহণ বন্ধ করে অসুস্থ হয়ে পড়ে—এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঈশ্বরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক ভবনে থাকা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী নিশি বেগমই ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মারার জন্য দায়ী। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যম উত্তাল হয়ে উঠেছে।
‘স্বাভাবিক হতে পারছি না’—তৌসিফ মাহবুব
ঘটনাটি অভিনেতা তৌসিফ মাহবুবকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তিনি জানান, সকালে খবরটি দেখার পর থেকেই মানসিকভাবে স্থির থাকতে পারছেন না। নিলয় আলমগীরের করা একটি পোস্টে মন্তব্য করতে গিয়েই তিনি জানান নিজের অনুভূতির কথা।
নিজের ফেসবুকে নিলয় লিখেছেন, “ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে—দৃশ্যটা সহ্য করার মতো নয়।”
নিলয়ের এই পোস্টের মন্তব্যের ঘরেই তৌসিফ তার মর্মাহত প্রতিক্রিয়া জানান।
এ ঘটনায় শুধু তৌসিফ ও নিলয় নন—প্রাণী অধিকার নিয়ে উচ্চকণ্ঠ অভিনেত্রী জয়া আহসান, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মানসহ বহু শিল্পী কঠোর নিন্দা জানিয়েছেন।
সবার কণ্ঠেই একই দাবি— “এই অমানবিক হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
ঘটনাটি স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্তে নিয়েছে। সামাজিক মাধ্যমে জনমত স্পষ্ট—প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না।



-20251202140112.jpg)




























