• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

বিয়ের এক যুগ পর যেসব তামিল তারকার বিচ্ছেদ হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:৪৪ পিএম
বিয়ের এক যুগ পর যেসব তামিল তারকার বিচ্ছেদ হয়

তামিল সুপারস্টার ধানুশ ও তার স্ত্রী ঐশ্বর্য রজনীকান্ত সোমবার (১৭ জানুয়ারি) রাতে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তারা। বিয়ের প্রায় ১৮ বছর পর এমন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় এই তারকা দম্পতি।

তবে তামিল ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম নয়, দীর্ঘ পথচলার পর বিচ্ছেদের পথে হেটেছেন অনেক তামিল তারকা। বিয়ের এক যুগ পর তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তামিল কয়েকজন তারকার কথা জানব, যারা বিয়ের একযুগ পর আলাদ হয়েছিলেন-

অরবিন্দ-রামামূর্তি

অরবিন্দ স্বামী ১৯৯৪ সালে গায়ত্রী রামামূর্তিকে বিয়ে করেছিলেন। এই দম্পতির একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। কিন্তু তারা একসঙ্গে ১৬ বছর থাকার পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। ২০১০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

প্রভু দেবা- রামলাথ

কোরিওগ্রাফার-অভিনেতা-পরিচালক প্রভু দেবা ১৯৯৫ সালে রামলাথকে বিয়ে করেছিলেন। এই দম্পতির তিনটি সন্তান ছিল। পারিবারিক কলহে প্রভু দেবা ২০১১ সালে রামলাথকে তালাক দেন।

প্রকাশ রাজ-ললিতা কুমার

প্রকাশ রাজ ১৯৯৪ সালে তামিল অভিনেত্রী ললিতা কুমারীকে বিয়ে করেছিলেন, যখন তিনি একজন বড় অভিনেতা হয়ে উঠছিলেন। এই দম্পতির দুটি মেয়ে রয়েছে এবং তাদের ছেলে সিধু অসুস্থতার কারণে ২০০৪ সালে মারা যায়। একজন নৃত্যশিল্পীর সঙ্গে প্রকাশ রাজের সম্পর্ক এই দম্পতির মধ্যে দূরত্ব সৃষ্টি করে। প্রকাশ রাজ ২০০৯ সালে ললিতা কুমারীকে তালাক দিয়ে ২০১০ সালে পনি ভার্মাকে বিয়ে করেন।

পার্থিবন-সীতা

পার্থিবন ১৯৯০ সালে তার 'পুধিয়া পড়াই' সিনেমার সহ-অভিনেতা সীতাকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। বিয়ের পর সীতা সিনেমায় অভিনয় বন্ধ করে দেন। কিন্তু ব্যক্তিগত কারণে ২০০১ সালে এই দম্পতি আলাদা হয়ে যান।

Link copied!