সাংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৫২ বছরে পদার্পণ করেছে।
বুধবার (১২ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করেছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
এ সময় অনলাইনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “জ্ঞান চর্চার তীর্থস্থান জাবি বিগত সময়ে অনেক কৃতি শিক্ষক-শিক্ষার্থী পেয়েছে এবং অনেককে আবার হারিয়েছেও। জ্ঞান-বিজ্ঞানে যারা জাবির সম্মান ও গৌরব বৃদ্ধি করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান জাগ্রত রাখা। এই জ্ঞান চর্চার মধ্যদিয়ে দেশ, জাতি এবং বিশ্বের জন্য কাজ করতে হবে। প্রত্যেককে শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।”
উপাচার্য আরও বলেন, বিগত ৫ দশকে জাবির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ১৪০০ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এই উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের অবয়ব আমূল বদলে যাবে। শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টিসহ বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে।