• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার অনুরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৭:১৭ পিএম
শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার অনুরোধ শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সমাধানে আলোচনা করার জন্য শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার অনুরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় আহতদের ও অনশনে অসুস্থদের চিকিৎসার ব্যয় বহন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে সিলেটে এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানিয়ে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুণ্ডকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।”

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, “শিক্ষামন্ত্রী সিলেটে এসে আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এটিকে আমরা সাধুবাদ জানাই। তিনি যেকোন সময় আসলে আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব।”

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!