শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় অনুষদের ডিন অফিসের পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাভবনের ৩২৮ নম্বর কক্ষে প্রতি শিক্ষার্থীকে ৫টি করে কাপড়ের তৈরি মাস্ক প্রদান করা হয়।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে অনুষদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মাস্ক বিতরণকালে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, “আমরা প্রায় ৩০০ শিক্ষার্থীকে ৫টি করে মাস্ক প্রদান করেছি যেটি ধুয়ে পুনরায় ব্যবহার করা যাবে।”
খাইরুল ইসলাম আরও বলেন, “রুমু ফ্যাশনের মালিক, আমার পরিচিত মহসিন ভাইয়ের পৃষ্ঠপোষকতায় ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩০০ জনের মধ্যে উন্নত কাপড়ের তৈরি মাস্ক প্রদান করা হয়েছে যা ধুয়েও ব্যবহার করা যাবে। সশরীরে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকলকে অন্তত ৫টি করে মাস্ক প্রদান করা হয়েছে। মাস্কগুলো আগে পাঠালেও আন্দোলনের কারণে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় দেরিতে দেওয়া হয়েছে।”