শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার মো. আবু ইউসুফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
কমিটির সহ-সভাপতি নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সুপারভাইজার সাহেদ আহমদ এবং কোষাধ্যক্ষ সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল হক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাব রক্ষণ কর্মকর্তা তাপস তালুকদার।