• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শর্ত সাপেক্ষে খুলল কুবি রেজিস্ট্রার দপ্তরের তালা


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৯:০২ এএম
শর্ত সাপেক্ষে খুলল কুবি রেজিস্ট্রার দপ্তরের তালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার অপসারণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বিভিন্ন পক্ষের আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের আশ্বাসে ও ৩ দফা দাবি রেখে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতে আন্দোলনকারীরা রেজিস্ট্রার দপ্তরের তালা খুলে দেন।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। 

৩ দফা দাবি হলো আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান রেজিস্ট্রারকে অপসারণ করে কর্মকর্তাদের মধ্যে থেকে রেজিস্ট্রারের দায়িত্ব না দিলে ৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলবে, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া আগামী ১৫ ফেব্রুয়ারির ভিতরে সিন্ডিকেট করে বাস্তবায়ন করতে হবে। যেসব দাবি-দাওয়া সিন্ডিকেট ছাড়াও করা যায় সেসব বাস্তবায়ন করতে হবে।

Link copied!