• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রোববার শুরু হচ্ছে কুবির নতুন ব্যাচের ক্লাস


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:২৬ এএম
রোববার শুরু হচ্ছে কুবির নতুন ব্যাচের ক্লাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আজ (২৭ ফেব্রুয়ারি)। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। 

এ বিষয়ে তিনি বলেন, “কোন অনুষদে কয়টি আসন খালি আছে তা এখনও নিশ্চিত করা যায়নি। তিন ইউনিটের প্রধানের সাথে কথা বলে কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ তারিখ থেকে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে ও সে অনুযায়ী বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।” 

এর আগে বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি অনুষদের মোট ১ হাজার ৪০টি আসনে আবেদন করে ৪১ হাজার ৩২৪ জন শিক্ষার্থী।

Link copied!