‘মুক্তবুদ্ধির চর্চায় চলচ্চিত্র’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (রাবিচস) প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ শুরু করেছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ তারিখ পর্যন্ত।
মাসব্যাপী এই অভিযানে অনলাইনে গুগল ফর্ম পূরণের মাধ্যমে রাবির যেকোনো বিভাগের যেকোনো বর্ষের শিক্ষার্থীরা এই সংসদের সদস্য হতে পারবেন।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব শিক্ষার্থী রাবিচসের সদস্য হবেন তাদের নিয়ে জানুয়ারিতে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করা হবে। এরপর তাদের অংশগ্রহণে রাবি ক্যাম্পাসে তিন দিনব্যাপী একটি চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে। যেখানে বাংলাদেশের সাম্প্রতিককালের দেশে-বিদেশে সাড়া জাগানো চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এরপর নতুন সদস্যদের অংশগ্রহণে সংসদের অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া শুরু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সদস্য হতে রাবির শিক্ষার্থীদের এই সংসদের ফেসবুক পেজ (https://www.facebook.com/RUFS.RU/) অথবা ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/rufsru/)-এ ভিজিট করতে হবে। এরপর সেখানে দেওয়া লিংকে (https://docs.google.com/.../1FAIpQLScPwNDv.../viewformhttps://docs.google.com/.../1FAIpQLScPwNDv.../viewform) ক্লিক করে গুগল ফর্ম পূরণ করতে হবে।
২০১১ সালের ৪ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে রাবির চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠালাভ করে। সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এই সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই এই সংসদ রাবির শিক্ষার্থীদের সুস্থধারার চলচ্চিত্রচর্চায় আগ্রহী করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রবিষয়ক নানা দিবস পালন, চলচ্চিত্র উৎসব ও কর্মশালার আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণের কাজ করে থাকে এই সংগঠন। রাবির যে কোনো শিক্ষার্থী এর সদস্য হতে পারেন।