• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাবিতে সশরীরেই ক্লাস, বিভাগ চাইলে অনলাইনে


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০২:২৮ পিএম
রাবিতে সশরীরেই ক্লাস, বিভাগ চাইলে অনলাইনে

স্বাস্থ্যবিধি মেনে সশরীরেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ ও শিক্ষার্থীরা চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান- উল-ইসলাম বলেন, "আমরা আপাতত অনলাইন ক্লাসে যাচ্ছি না। সব রকম স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস  পরীক্ষা চলবে। কোনো বিভাগ যদি প্রয়োজন মনে করে, তাহলে তারা নিজ উদ্যোগে অনলাইনে ক্লাস নিতে পারবে।"

অধ্যাপক সুলতান- উল-ইসলাম জানান, প্রতিটি হলে ৪টি করে আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। হলের শিক্ষার্থীদের জন্য হাত ধুয়ে হলে  প্রবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে প্রভোস্টদের জানানো হয়েছে।

অধ্যাপক সুলতান- উল-ইসলাম আরও জানান, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাম্পাসের দোকান, রাজনৈতিক,সামাজিক  সংগঠন গুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হবে।

করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আইসোলেশন রেখে চিকিৎসা করা হবে বলেও জানান অধ্যাপক সুলতান- উল-ইসলাম।

Link copied!