রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসাকেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাবি চিকিৎসাকেন্দ্রের দ্বিতীয় তলায় রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা নমুনা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাবি শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা খরচে নমুনা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া অন্যদের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র/জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে এবং সরকার নির্ধারিত ফি দিয়ে নমুনা পরীক্ষা করাতে হবে।