• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৫ নভেম্বর


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৬:৪০ পিএম
রাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৫ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর (বৃহস্পতিবার)। এ দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা সাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১ হাজার ৮০ জন শিক্ষক নির্বাচনে ভোটদান করবেন। বেলা তিনটায় ভোট গ্রহণ শেষে বিকেল চারটায় ভোট গণনা শুরু হবে।

এক বছর মেয়াদি শিক্ষক সমিতির নির্বাচনের জন্য উভয় প্যানেল থেকে ৫ জন করে কর্মকর্তা ও ১০ জন করে সদস্যসহ ১৫ জনের প্যানেল ঘোষণা করা হয়েছে।

হলুদ প্যানেল থেকে সভাপতি পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাফর সাদিক প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের ড. অধ্যাপক মো. ছায়েদুর রহমান (পান্নু) এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 

Link copied!