• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাবি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফোরামের নতুন কমিটি


রাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:১৩ পিএম
রাবি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফোরামের নতুন কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিভাগটির এমবিএর শিক্ষার্থী সাইফুল আলমকে সভাপতি এবং ইশতিয়াক মাহমুদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি দেওয়া হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চার সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন নাফিসা ফারহানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোহাগ হোসাইন।

রোববার (৯ জানুয়ারি) ‘বঙ্গবন্ধু ডিবেট লিগ ২০২০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল আলম তৃতীয় কমিটি ঘোষণা করেন।

একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নন-একাডেমিক দক্ষতা বৃদ্ধি করা এবং আন্তঃসম্পর্কের উন্নয়ন সাধন করা লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় রুবিফ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পেশাগত আলোচনা সভা, ওয়ার্কশপ ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Link copied!