• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৯ শিক্ষক


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৯:১২ এএম
বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৯ শিক্ষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং-২০২২-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৯ শিক্ষক।

শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা।

আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং-২০২২-এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৯ জন গবেষক স্থান পেয়েছেন।

বশেমুরবিপ্রবির গবেষকরা হলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সোহাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, এএসভিএম বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হক, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মিলন মণ্ডল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান এবং বিএমবি বিভাগের শিক্ষক উম্মে মাহফুজা শাপলা।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাঙ্কিংটি প্রকাশ করেছে।

Link copied!