গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও তার সহপাঠীকে মারধর করার প্রতিবাদে তীব্র নিন্দা ও তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাজু শেখ ও সাধারণ সম্পাদক মো. তানভীর রহমান এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দেশে ক্রমাগত খুন, গুম, ধর্ষণ-কাণ্ডের মাধ্যমে এক বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতার উদাহরণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গণধর্ষণের মতো ঘটনা। আমরা এর আগেও কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনু হত্যাকাণ্ডের মতো অসংখ্য ঘটনা দেখেছি। যেগুলোর এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি।
এই যে দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। তার জন্য আজকে কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ধর্ষণকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।