• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বশেমুরবিপ্রবি বন্ধের সিদ্ধান্ত রোববার


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১০:৩৮ এএম
বশেমুরবিপ্রবি বন্ধের সিদ্ধান্ত রোববার

করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, “২ সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য বলেছেন, “রোববার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাপেক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ বা খোলা রাখার কথা ভাবা হবে।”

শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাবিরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় অনুষ্ঠানে ১০০-র বেশি জনসমাবেশ করা যাবে না।”

এদিকে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা ৷ করোনাকালীন টানা বন্ধে সৃষ্ট সেশনজট একাডেমিক কার্যক্রম সচল রেখে কাটিয়ে উঠতে চান তারা ৷

বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বন্ধ করতে হবে। একাডেমিক কাউন্সিলের আগে একাডেমিক কাউন্সিলের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষার্থীরা যা চাইবে সেটাই একাডেমিক কাউন্সিলে কার্যকর হবে।

এ ব্যাপারে পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ্ বিন কায়জার বলেন, “মারা গেলে যাব সমস্যা নেই, কিন্তু এই বছর অনার্স শেষ চাই। যদি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হয় তাহলে অনলাইনে পরীক্ষা নিতে হবে ও ৪ মাসে সেমিস্টার শেষ করতে হবে। না হলে বন্ধের দরকার নেই। যেখানে ২০২১-এ অনার্স শেষ হওয়ার কথা সেখানে আর কত পিছাব?”

বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না, সে ব্যাপারে জানতে চাইলে উপাচার্য এ কিউ এম মাহবুব বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেয়নি। রোববারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!