বাংলাদেশকে ভাবলে বঙ্গবন্ধুকে ভাবতে হবে, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (২২মার্চ) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এমন মন্তব্য করেন।
নুরুল ইসলাম সুজন বলেন, “বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি করেছেন এই দেশের মাটি ও মানুষের জন্য। বারবার জেল খেটেছেন তবুও গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য রাজনীতি করেছেন। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু দলের হাল ধরেছেন, বহু নেতার মধ্যে উনি নিজেকে বঙ্গবন্ধু করেই গড়ে তুলেছেন।”
রেলমন্ত্রী আরও বলেন, “আজকের শেখ হাসিনা একদিনে হয়ে উঠেননি। ১৯৯৬ সাল পর্যন্ত তাকে লড়াই করতে হয়েছে আওয়ামী লীগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য।”
নুরুল ইসলাম সুজন বলেন, “তাকে (শেখ হাসিনা) বারবার হত্যার চেষ্টা করেছে ঘাতকরা, বঙ্গবন্ধু কন্যা থেমে যাননি। উনি সবাইকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাচ্ছেন এবং আরও যাবেন।”
বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি আর আজকের প্রধানমন্ত্রী থাকার কারণে রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বলে মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তুলে ধরে সভাপতির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. নুরুল আলম বলেন, “বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। তিনি না থাকলে আমরা বাংলাদেশ পেতাম না। তিনি ছিলেন দুঃখী মানুষের নেতা। তিনি গরিব দুঃখী মানুষের পাশে থাকতেন। তার স্বপ্ন ছিল একটাই দেশকে মুক্ত করা।”
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।