• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
এইচএসসির ফল

পাসের হারে এগিয়ে যশোর, পিছিয়ে চট্টগ্রাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১২:৩১ পিএম
পাসের হারে এগিয়ে যশোর, পিছিয়ে চট্টগ্রাম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 
 
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর সারা দেশে পাশের হার ৯৩.৫৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫১,৮৯,১৬৯ জন। তবে পাশের হারে এগিয়ে আছে যশোর শিক্ষা বোর্ড। অন্যদিকে পিছিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

দেখে নেওয়া যাক কোন বিভাগে পাশের হার কত

দিনাজপুর শিক্ষাবোর্ড : পাসের হার ৯২.৪৩ শতাংশ (জিপিএ-৫—১৫,৩৪৯ জন)

চট্টগ্রাম শিক্ষাবোর্ড : পাসের হার ৮৯.৩৯ শতাংশ (জিপিএ-৫—১৩,৭২০ জন)

বরিশাল শিক্ষাবোর্ড : পাসের হার ৯৫.৭৬ শতাংশ (জিপিএ-৫—৯,৯৭১ জন)

সিলেট শিক্ষাবোর্ড : পাসের হার ৯৪.৮০ শতাংশ (জিপিএ-৫—৪,৭৩১ জন)

কুমিল্লা শিক্ষাবোর্ড : পাসের হার ৯৭.৪৯ শতাংশ (জিপিএ-৫—১৪,১৫৩ জন)

যশোর শিক্ষাবোর্ড : পাসের হার ৯৮.১১ শতাংশ (জিপিএ-৫—২০,৮৭৮ জন)

রাজশাহী শিক্ষাবোর্ড : পাসের হার ৯৭.২৯ শতাংশ (জিপিএ-৫—৩২,৮০০ জন)

ময়মনসিংহ শিক্ষাবোর্ড : পাসের হার ৯২.৪৩ শতাংশ (জিপিএ-৫—৭৬৮৭ জন)

ঢাকা শিক্ষাবোর্ড : পাসের হার ৯৬.২০ শতাংশ (জিপিএ-৫—৫৯,২৯৯ জন)

কারিগরি শিক্ষাবোর্ড : পাসের হার ৯২.৮৫ শতাংশ

মাদ্রাসা বোর্ড : পাসের হার ৯৫.৪৯ শতাংশ

যেভাবে জানবেন এইচএসসির ফল

শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
 
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
 
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
 

Link copied!