নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিজস্ব মেডিকেল সেন্টারে পর্যাপ্ত সরঞ্জাম আনা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণসহ ২০ দফা দাবি পেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২০ দফা দাবি উপস্থাপন করে নোবিপ্রবি শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মাজনুর রহমান এবং ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকসহ বিভিন্ন হল প্রভোস্ট, প্রক্টোরিয়াল টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সদ্য ট্রাকচাপায় নিহত হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় মজুমদারকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ সোনাপুর জিরো পয়েন্ট থেকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যেতে প্রায় ৪৫ মিনিটের মতো লেগে যায়। যেখানে ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র ১০-১৫ মিনিটের। বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলে অজয়ের করুণ মৃত্যু হতো না।
অনুষ্ঠানের শুরুতে অজয় মজুমদারের শোকে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে দাবি উপস্থাপন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মৃত শিক্ষার্থীর পরিবারের বোঝা কমাতে পরিবারের কাউকে বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া, সোনাপুর জিরে পয়েন্টে অজয় চত্বর স্থাপন অথবা অজয় ফুট ওভারব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ক্লাসরুম বন্ধ করা এবং চিকিৎসা সরঞ্জাম এনে চিকিৎসার মানোন্নয়ন করা, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা বাড়ানো, পরিবহন সংখ্যা বাড়ানো, শহর থেকে বিশ্ববিদ্যালয়ের রাস্তার টেকসই সংস্কার, বিশ্ববিদ্যালয়ের রাস্তায় গতিসীমা নির্ধারণ, ক্যাম্পাস সম্মুখ রোডে বড় গাড়ি চলাচল নিষিদ্ধ এবং সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তি প্রদান করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মোট ২০টি দাবি উপস্থাপন করেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা অনুযায়ী দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। জেলা প্রশাসন বা অন্যান্য সংস্থার সঙ্গে জড়িত সমস্যাগুলো সমাধানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে জানান প্রক্টর। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে অজয়ের পরিবারকে সুবিধানুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।