• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নোবিপ্রবিতে জমকালো ইষ্টিকুটুম উৎসব


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ১০:২৪ এএম
নোবিপ্রবিতে জমকালো ইষ্টিকুটুম উৎসব

জমকালো আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ইষ্টিকুটুম’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব।

বুধবার (৯ মার্চ) সারা দিন নানা আয়োজনের মধ্য দিয়ে চলে এ উৎসব। সাইকেল র‍্যালি, ছবি প্রদর্শনী, ঘুড়ি উৎসব, বায়স্কোপ প্রদর্শনী, রকমারি স্টল ও রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইষ্টিকুটুম। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সংবাদ প্রকাশকে বলেন, “অনেক দিন পর ক্যাম্পাসে এমন চমৎকার পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। দীর্ঘদিনের গ্লানি, ক্লান্তি কিছুটা মুছে ফেলতে পেরেছে শিক্ষার্থীরা। আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর জাঁকজমকপূর্ণ কিছুর আয়োজনে ক্যাম্পাস সদা রঙিন ও উৎসবমুখর থাকবে।”

তরুণ উদ্যোক্তা নুসরাত মুনা বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছি, তারা অনলাইনের পাশাপাশি নিজস্ব পণ্যকে অফলাইনেও ক্রেতাদের কাছে পরিবেশনের সুন্দর সুযোগ পেয়েছি ‘ইষ্টিকুটুম’-এর মাধ্যমে।”

ইষ্টিকুটুমের আয়োজক সংগঠন নোবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি সাদমান সাকিব বলেন, ”করোনাকালীন প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার পর অ্যাডভেঞ্চার ক্লাব অনেক দিন থেকেই এমন এক আয়োজনের কথা ভাবছে, যেখানে ক্যাম্পাসের সব মানুষের উপস্থিতি থাকবে। অবশেষে বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতায় ও ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ‘ইষ্টিকুটুম’ আয়োজন করতে পেরেছি আমরা।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. ফারুক উদ্দীন ‘ইষ্টিকুটুম’ পরিদর্শন শেষে বলেন, “এমন উৎসব শিক্ষার্থীদের বিভিন্ন কষ্ট ও গ্লানি মুছে ফেলতে সহায়তা করবে। আশা রাখি সংগঠনগুলো ক্যাম্পাসে মাঝে মাঝেই এমন উৎসবের আয়োজন করবে।”

সহ-উপাচার্য আব্দুল বাকি বলেন, “একটি শিক্ষকের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে যখন তার ক্যাম্পাসটি ছাত্রছাত্রী দ্বারা পরিপূর্ণ থাকে। এমন আনন্দঘন পরিবেশের সম্মুখীন হতে পারে আজ খুবই আনন্দ লাগছে।”

Link copied!