শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের ঢাকা যাওয়ার কথা থাকলেও যাচ্ছেন না তারা। কারণ অনশনরত এক শিক্ষার্থী বৈঠকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা যাওয়া হচ্ছে না প্রতিনিধিত্বকারী দলটির।
এর পরিবর্তে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের একজন মুখপাত্র।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন। এ সময় তারা ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের কথা বলিয়ে দেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবি ষষ্ঠ দিনে গড়িয়েছে। সেই দাবিতে শিক্ষার্থীদের অনশনের আজ তৃতীয় দিন। অনশনরত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি আছেন ১২ জন। আর বাকি ১৪ জনকে স্যালাইন পুশ করা হয়েছে।