• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জুনিয়রের ওপর হামলা, প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৬:৫৪ পিএম
জুনিয়রের ওপর হামলা, প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

সিনিয়রকে ‘তুমি’ বলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে তারা।

মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় তারা হামলাকারী ওয়াকিলকে বহিষ্কার করতে হবে করতে হবে; আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই; আমি জুনিয়র আমাকে মারবেন না; ওয়াকিলের স্থায়ী বহিষ্কার চাই, করতে হবেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী মো. সবুজ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, আনিছুরের ওপর যেই ন্যক্কারজনক হামলা হয়েছে, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে যে দলেরই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

উল্লেখ্য, ২১ মার্চ, সোমবার সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ বলে সম্বোধন করায় বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন। এতে তিনি চোখে গুরুতর আঘাত পান।

অভিযুক্ত ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। মারধরের ঘটনার পর তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রের কাছে বহিষ্করের সুপারিশও করা হয়েছে।

Link copied!