• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে বহিরাগত তিন মাদক ব্যবসায়ী আটক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৪৬ এএম
জাবিতে বহিরাগত তিন মাদক ব্যবসায়ী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজাসহ বহিরাগত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, নগদ অর্থ, ২টি মোবাইল জব্দ করা হয়।

আটক তিন জন  হলেন -নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মনসুর খান (৮৭),ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রমজান আলী (৬০), বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামের আব্দুল আলীম(৪৮)। বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, " বহিরাগতকে সন্দেহের ভিত্তিতে শিক্ষার্থীরা গেস্টরুমে আটকে রাখে। পরে সেখানে গিয়ে ওই ব্যক্তিদের নিরাপত্তা শাখার অফিসে নিয়ে আসি। তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।"

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদকসহ ৩ জনকে আমাদের কাছে সোপর্দ করেছে। মাদক আইনে দুইজনের বিরুদ্ধে আমরা মামলা করব। একজনের বৃদ্ধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না।”

Link copied!