• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০১:০১ পিএম
জাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে “শীতার্ত অসহায় মানুষের পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব” এই স্লোগানকে ধারণ করে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব।

রোববার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, মাস্ক বিতরণ করা হয়।

ক্লাবের অফিস সম্পাদক শাকিল ইসলামের সঞ্চালনায় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শরিফ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিন জাহান মৌ ও ক্লাবের সভাপতি জাকিরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে অধ্যাপক শাহেদুর রহমান বলেন,“সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সায়েন্স ক্লাবকে অভিনন্দন। আশা করি আগামীতেও এমন আরো সামাজিক উন্নয়ন মূলক কাজে তারা এগিয়ে আসবে। এই করোনা মহামারির মধ্যে আমারা  স্বাস্থ্যবিধি মেনে চললে সবাই ভালো থাকবো। আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো।”

ক্লাবের সভাপতি জাকিরুল ইসলাম বলেন, “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব সব সময় সমাজের গরিব অসহায় মানুষের পাশে আছে। প্রতিবছরের ন্যায় এই বছর ও সায়েন্স ক্লাব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। আগামীর দিনগুলোতে ও আমরা অসহায় মানুষের পাশে থাকবো।”

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতা, বিজ্ঞানের আশীর্বাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি দূর করা এবং গণিতে আগ্রহী করে তোলার জন্য জাতীয় গণিত অলিম্পিয়াড, ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনে আগ্রহী করার জন্য জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ এবং ‘অরবিটাল’-এর মাধ্যমে বিজ্ঞানের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। জেইউএসসি করোনাকালীন করোনা মহামারিতে আর্থসামাজিক প্রভাব এবং স্বাস্থ্যবিধি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম সম্পাদন করেছে যেটির ফলাফল এখন আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশ হওয়ার জন্য প্রক্রিয়াধীন। তাছাড়া, এই সময়টাতে অনলাইনে বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা, বিভিন্ন সচেতনতামূলক কন্টেন্ট তৈরি এবং প্রকাশসহ বিভিন্ন কাজ সম্পাদন করেছে। এই সময়টাতে অর্জন হিসেবে আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

Link copied!