• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০১:০১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস প্রতিরোধে সরকার নতুন ৫ নির্দেশনায় দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (২১ জানুয়ারি)  জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, “সরকারি সিদ্ধান্তের আলোকে দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাসমূহও এখন বন্ধ রাখায় সিদ্ধান্ত হয়েছে। নিয়মিত ক্লাসগুলো অনলাইনে চলবে।”

Link copied!