• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জবিতে ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটক মঞ্চস্থ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১০:২২ এএম
জবিতে ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটক মঞ্চস্থ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রচিত ‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নাটকটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মঞ্চস্থ হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নাঈম রাজ।

নাটকটিতে অভিনয়ে ছিলেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, মমতাজ আরা বর্ষা, উম্মে হানি, রাকিবুল ইসলাম নিলয়, বীথি রানী মন্ডল, সৌরভ বিশ্বাস ও সজীব রায়। আলোক পরিকল্পনায় ছিলেন মাহবুবুর রহমান ও পোশাক পরিকল্পনায় কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি।

jogonnat university

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে নাঈম রাজ বলেন, বর্তমানে আমরা এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। যেটি করোনা মহামারি থেকেও বীভৎস। যা দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে। মানুষ ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার বীজ বহন করে চলছে। সাম্প্রদায়িকতা বিশেষ অর্থে খারাপ কিছু না হলেও এর প্রয়োগ যদি ধর্মীয় গোঁড়ামির ইঙ্গিত করে সেটা কখনোই মঙ্গলকর না।

তিনি আরো বলেন, আমরা ইতিপূর্বে বহু সাম্প্রদায়িক সহিংসতার নজির দেখেছি। যার ফলে এই রাষ্ট্র ধ্বংস আর রক্তাক্ত ছাড়া কিছুই পায়নি। সাম্প্রদায়িক সহিংসতা কখনোই কাম্য নয়। তা নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারে না।

নাটকটির প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। নাটকটির একটি অংশ দর্শকদের মতামতের ভিত্তিতে অভিনীত হয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!