বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২১ জন শিক্ষার্থী।
এরমধ্যে রয়েছে রসায়ন বিভাগ থেকে ৯, পরিসংখ্যান বিভাগ থেকে ৭, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ৪ এবং আইসিটি বিভাগ থেকে ১ জন। ৩০ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ফেলোশিপ প্রাপ্ত রসায়ন বিভাগের শিক্ষার্থীরা হলেন আয়েশা আক্তার, মাহিমা সোলতানা, সালমা আক্তার, তাজরিন আক্তার, নাবিলা ইসলাম, খালিদ হাসান, সামিয়া ইসলাম, মনমন পোদ্দার এবং বিউটি আক্তার।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা হলেন শারমিন আক্তার, মো. সাজ্জাদ হোসেন রাসেল, মোসাম্মদ নাজিফা তাবাসসুম, তানজিনা আক্তার, আসাদুজ্জামান, তানভীরুল ইসলাম ও প্রণয় রয়।
পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ফেলোশিপ প্রাপ্তরা হলেন মৌসুমি আক্তার, কাজী সাইফ উদ্দীন, আব্দুল্লাহ আল মোহাইমিন ও আবদুল হান্নান। আইসিটি বিভাগ থেকে উম্মে খুলসুম সাকিলা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট দুই হাজার ৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।
১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেওয়া হয়।