• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কুবিতে বাংলা ‘উৎসব-১৪২৮’ উদ্বোধন


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৫:১৪ পিএম
কুবিতে বাংলা ‘উৎসব-১৪২৮’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলা উৎসব-১৪২৮। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে র‍্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে উৎসবটি উদ্বোধন করা হয়।

রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিভাগ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মধ্যে দিয়ে বাংলা উৎসব-১৪২৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিভাগের সভাপতি  অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও  সাধারণ শিক্ষার্থীরা। 

এরপর বাংলা উৎসবের অংশ হিসেবে দুপুর ১টায় শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা, দুপুর ২টায় শিক্ষকদের বালিশ খেলা, আড়াইটায় শিক্ষার্থীদের বালিশ খেলা, বিকেল ৩টায় শিক্ষার্থীদের হাঁড়ি ভাঙা,  সাড়ে তিনটায় ছেলেদের বস্তা দৌড়, কার্ড খেলাসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের বাংলা উৎসব-১৪২৮ আগামী ১৩ জানুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে শেষ হবে।

Link copied!