সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে আগামীকাল শুক্রবার ক্যাম্পাসে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ক্যাম্পাসে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সাজ্জাদ হোসেন বলেন, “শুক্রবার (১১ ফেব্রুয়ুরি) সকাল ৮টার ফ্লাইটে শাবিপ্রবির উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।”
আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, “বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড. জাফর ইকবাল স্যার ফোনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শুক্রবার ক্যাম্পাসে আসবেন। কোথায় আলোচনা হবে সে বিষয়ে অভিমত জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা জরুরি সাধারণ সভা শেষে সিদ্ধান্ত জানাবো।”
তবে আমরা অবশ্যই ক্যাম্পাসেই আলোচনায় বসতে চাই বলে জানান তিনি।