সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
মহামারি করোনার কারণে এ বছর পরীক্ষা পিছিয়েছে ৮ মাস। একইসঙ্গে কমানো হয়েছে বিষয়, সময় ও নম্বর। এছাড়া নেয়া হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষাও।
এদিকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন। আর ছাত্রী সংখ্যা ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। আর ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।
আর এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দেবেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।
অন্যদিকে আন্তঃশিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত তথ্যমতে, এ বছর এইচএসসি-সমমান পরীক্ষার জন্য ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। সে হিসেবে চলতি বছর এইচএসসিতে ঝরে পড়েছে এক লাখ ৫৮ হাজার ৩১০ জন। এবার ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
একইসঙ্গে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে গত ২৫ নভেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।