প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
সোমবার (২১ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি, বরগুনা, ঝিনাইদহ, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি, বগুড়া, পিরোজপুর, চট্টগ্রাম জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মানবেতর জীবন-যাপন করছি। পরিবার নিয়ে স্বাভাবিক জীবনও আমাদের চলছে না। তাই আজ আমরা পরিবার ছেড়ে, মাদ্রাসা ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা বহুবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের কথা বলেছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি।”
শিক্ষকদের দাবিগুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা, মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টিকরণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারিকরণ।
বক্তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলসহ পদযাত্রা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম ও সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার।