আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবির আন্দোলন অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে ‘লোকচিত্রে এক দফা’ ব্যানারে ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। সেখানে আন্দোলনের দিনগুলোতে শিক্ষার্থীদের দ্বারা ক্যামেরাবন্দি করা ছবিগুলো প্রদর্শন করা হয়।
উপাচার্যের পদত্যাগের আন্দোলনের ১৬তম দিনে শুরু হওয়া শিক্ষার্থীদের এ উদ্যোগ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ‘আলোকচিত্রে এক দফা’ উপাচার্যের পদত্যাগের আন্দোলনের অংশ। শিক্ষার্থীদের প্রতি উপাচার্যের স্বৈরাচারী মনোভাব ও নৃশংসতা এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, আন্দোলনের শুরু থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের দ্বারা ক্যামেরাবন্দি হওয়া ছবিগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। দেড় শতাধিক ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড দ্বারা হামলা হয়।
পুলিশি হামলার পর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা আমরণ অনশনে যান। সাত দিন পর সেই অনশন ভাঙান একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হক।