• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আইসিএবি ও ইবির মধ্যে সমঝোতা স্বাক্ষর


ইবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৯:০৭ পিএম
আইসিএবি ও ইবির মধ্যে সমঝোতা স্বাক্ষর

ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। সমঝোতায় স্বাক্ষর করেন আইসিএবির সভাপতি শাহাদাত হোসেন ও ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

পরে ব্যবসায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট বিভাগের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, আইসিএবির সহ-সভাপতি এন কে এ মবিন এফসিএ এবং ফৌজিয়া হক এফসিএ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া প্রমুখ।

সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষে আইসিএবি থেকে ‘সিএ’ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সতেরোটি কোর্সের মধ্যে চারটি কোর্সে ‘ওয়েবার’ সুবিধা পাবে। যা তাদের ডিগ্রিটি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।

হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম অনুষ্ঠানে সঞ্চালনা করেন। সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Link copied!