ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
শফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামের খাবের আলীর ছেলে।
অন্যদিকে আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদা ও অন্যজন সাইফুল ইসলাম।
অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, “ওই শিক্ষার্থী পায়ে ব্যথা পেয়েছেন। বর্তমানে ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কামুক্ত।”
জানা যায়, বিকেলে বৃষ্টিতে টিএসসি সংলগ্ন বুদ্ধ নারিকেল গাছটি ভেঙে রিকশার ওপর পড়ে। এতে দুজন যাত্রীসহ রিকশাচালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালককে মৃত ঘোষণা করেন।