ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক আবদুল্লাহ যোবায়ের বলেন, “১৯৭১ সালে আমাদের মা-বোনেরাও পাকিস্তানি বাহিনীর হাতে যেভাবে নির্যাতিত হয়েছেন, ফিলিস্তিনেও দীর্ঘদিন ধরে মা-বোনেরা নির্যাতনের শিকার হয়ে আসছেন। কাজেই তাদের ব্যথাটা আমরা অনুভব করতে পারি। আমাদের বাংলাদেশ সেই স্বাধীনতা লগ্ন থেকেই ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে আসছে। আজ আমরা সেই সংহতি জানানোর জন্যই একত্রিত হয়ে হয়েছি।”
জামাল উদ্দিন খালিদ নামে আরেক শিক্ষার্থী বলেন, “ফিলিস্তিনের এই লড়াই নতুন নয়। আমরা স্বাধীনতার পূর্ব অত্যাচারের সময়টি পার করে এসেছি। ফিলিস্তিনিরা এখন এই ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। বাংলাদেশ সরকারের উচিত ছিল সবার আগে সংহতি প্রকাশ করা।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রোকেয়া হল, ভিসি চত্বর, রেজিস্ট্রার বিল্ডিং, সূর্যসেন হল, হল পাড়া, মধুর ক্যান্টিন ও সেন্ট্রাল মসজিদ হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ করে।