• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১,

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডান্স ফেস্ট


নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডান্স ফেস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হল ডান্স ফেস্ট।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ডান্স ক্লাব জয়ধ্বনি মঞ্চে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রথম নৃত্য অনুষ্ঠান।

এ আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

অনুষ্ঠানে দেশীয় নৃত্যের পাশাপাশি ভারতনাট্যম, কত্থক, হিপহোপসহ সকল ধারার নৃত্য পরিবেশিত হয়। সেই সঙ্গে ছিলো আদিবাসী শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধক্ষ্য মাসুম হাওলাদার বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডান্স ক্লাবের আয়োজন ছিলো মনোমুগ্ধকর। আবহাওয়ার কিছুটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও শিক্ষার্থীদের পরিবেশনায় বিন্দুমাত্র ত্রুটি ছিলো না। আমাদের সংস্কৃতিমনা বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা হয় এবং আজকের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয়।”
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!