• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

ঢাবিতে ভূমিধ্বস দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৬:৫২ পিএম
ঢাবিতে ভূমিধ্বস দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষার্থী, সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে “ল্যান্ডস্লাইড ডিজাস্টার রিস্ক রিডাকশন এপ্রোচেস ইন বাংলাদেশ: স্পেশাল অ্যাটেনশন অন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প” শীর্ষক এক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মো. এনামুর রহমান বলেন, “স্বাধীনতার পরই দেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে আগাম বার্তা প্রদান এবং ঝুঁকিপ্রবণ এলাকার মানুষদের নিরাপত্তা প্রদানে বঙ্গবন্ধু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনায় অসাধারণ উন্নয়ন করে চলছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Link copied!