• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‘বিজ্ঞান ইউনিটের ভর্তি’র ফল প্রকাশ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৮:২০ পিএম
ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‘বিজ্ঞান ইউনিটের ভর্তি’র ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার (১৭ আগস্ট) বিকালপ প্রকাশিত হয়েছে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক অনার্স পর্যায়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে সাত কলজের ওয়েবসাইট www.7collegedu.com এ প্রবেশ করতে হবে। এরপর লগ-ইন বাটন দেখতে পারবেন উক্ত login লিংকে প্রবেশ করুন৷ এরপর ভর্তি পরীক্ষার Application ID, Applicant’s Mobile Number এবং লিংকে উল্লেখিত Captcha Code এন্ট্রি দিন। এরপর লগ-ইন করে ফলাফল দেখা যাবে।

এর আগে, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

কলেজ অনুযায়ী আসন:

ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি। সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০টি।

Link copied!