• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউটের সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষর


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ১২:৪৩ পিএম
পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউটের সঙ্গে ঢাবির সমঝোতা স্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউটের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ক্যামোস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মি. জিয়ো রিবিরু ডি এলমিডা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভার্চুয়ালি স্বাক্ষরিত হয় পর্তুগালের ক্যামোস ইনস্টিটিউটের সঙ্গে ঢাবির সমঝোতা স্মারকটি।

জানা যায়, এই সমঝোতা স্মারকের আওতায় ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে পর্তুগিজ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মি. তারিক আহসান এবং ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম ফকির বক্তব্য রাখেন।

Link copied!