• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ভর্তিচ্ছুদের পাশে কামালউদ্দিন হল ছাত্রলীগ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৯:৩১ পিএম
ভর্তিচ্ছুদের পাশে কামালউদ্দিন হল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার (৩ আগস্ট)  শেখ রাসেল ভর্তি সহায়তা কেন্দ্রে দায়িত্ব পালন করেছে আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে শেখ রাসেল ভর্তি সহায়তা কেন্দ্রে ভর্তিচ্ছুদের নানামুখী সাহায্যে নিয়োজিত রয়েছেন তারা। ফ্রি মোবাইল, মানিব্যাগ, ইলেকট্রিক ডিভাইস রাখার ব্যবস্থা করা হয়। দ্রুত সময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারও ছিল ‘জয় বাংলা’ বাইক সার্ভিস।

কামালউদ্দিন হল ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নির্দেশনায় আমরা কামালউদ্দিন হল ছাত্রলীগ ভর্তিচ্ছুদের সহায়তা দিয়ে আসছি। ছাত্রলীগ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কামালউদ্দীন হল ছাত্রলীগ আজ দায়িত্ব পালন করেছে।”

ছাত্রলীগ নেতা আবু ওয়ালিদ বলেন, “ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করেছে। অতীতের ধারাবাহিকতায় এবারও আমরা শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন স্বোচ্ছাসেবী কাজ করে যাচ্ছি।”

এ সময় হল ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম, মো. মাসুদ রানা, রাইসুল ইসলাম জীবন, রাকিবুল ইসলাম অপুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!