• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাবির নিরাপত্তা প্রহরীকে মারধর


মেহেরব হোসেন, জাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৫:৩৬ পিএম
জাবির নিরাপত্তা প্রহরীকে মারধর

গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাকারিয়া নামে এক নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে ইএমবিএ (উইকেন্ড) প্রোগ্রামের দিপ্ত দেবনাথ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা জানায়, কয়েকজন ছেলে-মেয়ে গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় নিরাপত্তা প্রহরী তাদের ঢুকতে বাধা দেয়। পরে নিরাপত্তা প্রহরী জাকারিয়াকে মারধর করে তারা।

জাকারিয়া বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে গাড়ি ঢুকতে না দেওয়ার নির্দেশনা ছিল। উইকেন্ডের কয়েকজন শিক্ষার্থী গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, “বিষয়টি উইকেন্ড প্রোগ্রামের শিক্ষক এবং নিরাপত্তা শাখার মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। গার্ডের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। আমরা বহিরাগত এবং উইকেন্ড প্রোগ্রামের শিক্ষার্থীদের আরও সচেতন হয়ে বিশ্ববিদ্যালয়ে চলাচলের জন্য আহ্বান জানাচ্ছি।”

Link copied!